• বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে সাম্প্রতিক পাক-ভারত সংঘাতে সামরিক কৌশলের বৈশ্বিক স্বীকৃতি পেল পাকিস্তান

ঝালকাঠির শিশু একাডেমির প্রাক-প্রাথমিক শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের পোষাক বিতরণ

বাধন রায় , ঝালকাঠি
আপডেট : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

ঝালকাঠির শিশু একাডেমির প্রাক-প্রাথমিক শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের পোষাক বিতরণ ও অভিভাবকদের সমাবেশ।ঝালকাঠি শিল্পকলা একাডেমির শিশু একাডেমির কার্যালয়ে প্রাক-প্রাথমিক শিশু বিকাশ কেন্দ্রের ৬০জন শিশুকে এবছরের নতুন পোষাক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান পোষাক বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে যুব উন্নয়ন কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন, দেশ বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে শিশুদের অভিভাবকদের মধ্যে মিসেস সুমাইয়া আক্তার বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন শিশুদের প্রতি যত্ন নেওয়া এবং এই বয়সে শিশুদের প্রতি অধৈর্য্য না হয়ে তাদেরকে সেবাযত্ন করার পরামর্শ দেন। কারণ শিশুর ভবিষ্যৎ যত্ন নার্সিংয়ের উপর নির্ভর করে। পাশাপাশি তিনি পরিবারের অন্যদেরকেও তাদের প্রতিবেশীর সন্তানদের প্রতি দায়িত্ব পালনের আহ্বান জানান।

Economist/11April/ZI/Jalokati


আরো বিভন্ন ধরণের নিউজ