ঝালকাঠির শিশু একাডেমির প্রাক-প্রাথমিক শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের পোষাক বিতরণ ও অভিভাবকদের সমাবেশ।ঝালকাঠি শিল্পকলা একাডেমির শিশু একাডেমির কার্যালয়ে প্রাক-প্রাথমিক শিশু বিকাশ কেন্দ্রের ৬০জন শিশুকে এবছরের নতুন পোষাক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান পোষাক বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে যুব উন্নয়ন কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন, দেশ বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে শিশুদের অভিভাবকদের মধ্যে মিসেস সুমাইয়া আক্তার বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন শিশুদের প্রতি যত্ন নেওয়া এবং এই বয়সে শিশুদের প্রতি অধৈর্য্য না হয়ে তাদেরকে সেবাযত্ন করার পরামর্শ দেন। কারণ শিশুর ভবিষ্যৎ যত্ন নার্সিংয়ের উপর নির্ভর করে। পাশাপাশি তিনি পরিবারের অন্যদেরকেও তাদের প্রতিবেশীর সন্তানদের প্রতি দায়িত্ব পালনের আহ্বান জানান।
Economist/11April/ZI/Jalokati