ঝালকাঠি জেলায় রুম টু বিড বাংলাদেশ এর স্বারক্ষতা কর্মসূচি আনুষ্ঠানিক উদ্ধোধন। ঝালকাঠি জেলায় রুম টু বিড বাংলাদেশ এর স্বারক্ষতা কর্মসুচি আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়েছে । শুক্রবার বিকেল ৩ টায় ঝাল কাঠি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক আবু নুর মো: শামসু জ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্ধোধন করেন । জেলা প্রশাসক আশরা ফুর রহমা নের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
অতিরিক্ত মহাপরিচালক মো: আতিকুর রহমান ,পরিচালক অর্থ বিভাগ মো: মিজানুল হক , ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শাকিলা রহমান ,বরি শাল বিভাগীয় উপপরিচালক নিলুফার ইয়াসমিন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আ.ব.ম আসাদুল আলম স্বাগত ব্যক্তব্য রাখেন এই প্রকল্পের ডিরেক্টর বদরুজ্জা মান খান । অন্যদের মধ্যে শুভেচ্ছো ব্যক্তব্য রাখেন এই প্রকল্পের কান্টি ডিরেক্টর রাখী সরকার , লিটারেসি মো: মাজহারুল করিম ও ফিল্ড ম্যানেজার মো: কামাল হোসেন । সভায় শিক্ষা বিভাগের বিভিন্ন পযার্য়ের কর্মকতা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন ।
প্রাথমিক স্তরের শিক্ষাথীদেও স্বাধীন পাঠক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রুম টু বিড বাংলাদেশ শিশুদের পঠন -দক্ষতা ও পাঠাভ্যাস গঠনে স্বাক্ষরতা কর্মসূচি পরিচলনা কওে । বিশ্বের ২৮ দেশে রুম টু বিড কাজ করেছে । বাংলাদেশে রুম টু বিড ২০০৯ সাল থেকে নিবার্চিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে শিক্ষাথর্ীদের বাংলা বিষয়ে পঠন দক্ষতা ও পাঠাভ্যাস গঠনে বিভিন্ন সহায়ক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে । রুম টু বিড বাংলাদেশ ২০০৯ সাল থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর অনুরোধক্রমে সিরাজগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, নাটোর মৌলভীবাজার ,ঢাকা নড়াইল ও কক্সবাজার ঝেলায় নিবার্চিত সরকারি বিদ্যালয়সমূহে শিশুদের পঠনদক্ষতা ও পাঠাভ্যাস গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম সফল ভাবে বাস্তবায়ন করে আসছে।
এর ধারাবাহিকতায় ২০২৫ সাল থেকে ঝালকাঠি জেলায় ১০০টি নিবার্চিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বাক্ষরতা কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে । ১০০ টি বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেনির ২০০ জন বাংলা শিক্ষককে প্রশিক্ষন প্রদান করা হবে।
Economist/12April/ZI/Jalokati