• শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী জীবন রক্ষার্থে কতিপয় ব্যক্তিবর্গ কে মানবিক আশ্রয় দেওয়া হয়েছিল: আইএসপিআর সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে

“স্বাধীনতা অথবা বিজয়ের মানে” শেখ কানিজ ফাতেমা

গোলাম মোস্তফা রাজনৈতিক প্রতিবেদক ঢাকা
আপডেট : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

“স্বাধীনতা অথবা বিজয়ের মানে” শেখ কানিজ ফাতেমা

প্রিয় স্বদেশ আমার!
আজও তুমি ধর্ষিত, লুণ্ঠিত, লাঞ্ছিত
পরাধীন এক নারী।
আজও তুমি বিবস্ত্র, চোখে জল
পাঁজরে গভীর ক্ষত।
স্বাধীনতা?
বিজয়?
মাথিনের কূপ থেকে টাংগন নদী
স্বাধীনতার মানে খু্ঁজে পাই না আমি।
তিস্তার জল বিসর্জন দিয়ে
স্বাধীনতার মানে খুঁজে পাই না আমি।
পিতার খণ্ড খণ্ড, ক্ষত-বিক্ষত
রক্তাক্ত শরীর হাতে নিয়ে
বিজয়ের মানে খুঁজে পাই না আমি।
অন্ধকারে একা চলতে শিউরে উঠি
পুলিশ কাস্টডিতে ধর্ষিত হই
বাসে, ট্রেনে, লঞ্চে, কানাগলিতে পর্যন্ত
লুকিয়ে থাকে হায়েনার দল।
ছোট্ট শিশু সায়মার নিথর শরীর
বুকে নিয়ে আমি মূক হয়ে যাই
বিজয় শব্দটা বড় বিস্বাদ লাগে।
প্লাস্টিক সার্জারিতে জর্জরিত রুগ্ন সংবিধান
আর ঔপনিবেশিক আমলের লক্ষ লক্ষ আইনের
ধূলোয় মোড়া ধারা মস্তিষ্কে নিয়ে
ডিজিটাল উন্মাদনায় মত্ত এক বিশৃঙ্খল পরিবেশে
বসে স্বাধীনতা শব্দটা বড় তেতো লাগে।
হরেন্দ্রনাথ সিংহ, শ্যামলী মার্ডী, নবদ্বীপ কুমার লাকড়া,
শ্যাম সাগর মানকিন আজও কি খুঁজে পেয়েছে
স্বাধীনতা কিংবা বিজয়ের মানে?
যে দেশে পবিত্র কুরআনের পাতা
আগুনে ঝলসে যায়, মন্দিরের দেবতা
বিসর্জনের আগেই শত খণ্ডে খণ্ডিতত হয়-
সে দেশে, সেই দেশে ভীত সন্ত্রস্ত আমি
বৌদ্ধ মন্দির থেকে সেন্ট মেরীস ক্যাথিড্রাল গির্জা
পর্যন্ত দৌড়ে ব্যর্থ বিজয়ের মানে খুঁজি।
বড় লাল টিপ, বৈশাখের শখের রঙ-বেরংয়ের
চুড়িগুলো, নূপুর আর আলতা পদ্মায় বিসর্জন দিয়ে
পাড়ায় মোড়ের দোকানে দাঁড়িয়ে
এক হাতে চা আর এক হাতে লুকায়িত সিগারেট নিয়ে
জ্বলন্ত মশাল হৃদয় দিয়ে এ কোন বিজয়কে
আজ আমি উপলব্ধি করি?

কবি পরিচিতি
কবি শেখ কানিজ ফাতেমা পেশায় আইনজীবী। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করেন। তরুণ এই কবির জন্ম কুষ্টিয়া জেলায়।
বিডিনিউজ ইউরোপ /৯ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ