• শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী জীবন রক্ষার্থে কতিপয় ব্যক্তিবর্গ কে মানবিক আশ্রয় দেওয়া হয়েছিল: আইএসপিআর সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে

প্রেম স্মৃতিবৃত্ত:শেখ মোঃ সুরুজ আলী সূর্য

শেখ মোঃসুরুজ আলী ঢাকা
আপডেট : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

প্রেম স্মৃতিবৃত্ত
শেখ মোঃ সুরুজ আলী সূর্য

তুমি কেমন আছো? আমার একলা ছায়া,
নিশ্চয় তুমি ভালো নেই,চলে গেলে কেমনে মায়া।
সকাল চলে গেলে তবু কিছু থাকবে কি আমার,
হারানো শিশির ডাঙ্গা ধরে রাখা শালুকের খামার।

জল বুঝি নেমে এলো খড়কুটো বেয়ে,
পাখিরাও উড়ে গেলো কেবলি চেঁচিয়ে।
তোমার প্রবাহ স্মৃতি, হয়তো তোমার আমার প্রেম,
অলঙ্কার অনড় বিকেল আমি আনিলাম।

তুমি দাঁড়ালে এই প্রেমের মহাসাগর সত্যিই কি ফুরাবে?
আমার ভিতরে এই মলিন তুমি কি আনন্দ দিবে।
আমার ভিতরে নীচে নরম অপলক চাহনি,
আমার তুমি ,আমার তুমি অধিধ্বনি।

জানি কিছু প্রেম চিরকাল দাঁড়িয়ে থাকে চির অমলিন,
উড়ন্ত পাখির ডানার মতো তুমি বার্লিন।
আজ অনুপস্থিত আছে,তোমার ঘর,
এখন কেবলি তুমি পর,তুমি পর।

তুমি ফিরে গেলে,তুমি ফিরে গেলে,
আমি জানি না,আমি জানি না আস্তাবলে।
কর্ণ প্রহরে বাজছে কেবলি হাহাকার,কেবলি হাহাকার,
তুমি ফিরে গেলে, তুমি কি সত্যিই ফিরে গেলে আবার।
বিডিনিউজ ইউরোপ /১৫ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ