প্রেম স্মৃতিবৃত্ত
শেখ মোঃ সুরুজ আলী সূর্য
তুমি কেমন আছো? আমার একলা ছায়া,
নিশ্চয় তুমি ভালো নেই,চলে গেলে কেমনে মায়া।
সকাল চলে গেলে তবু কিছু থাকবে কি আমার,
হারানো শিশির ডাঙ্গা ধরে রাখা শালুকের খামার।
জল বুঝি নেমে এলো খড়কুটো বেয়ে,
পাখিরাও উড়ে গেলো কেবলি চেঁচিয়ে।
তোমার প্রবাহ স্মৃতি, হয়তো তোমার আমার প্রেম,
অলঙ্কার অনড় বিকেল আমি আনিলাম।
তুমি দাঁড়ালে এই প্রেমের মহাসাগর সত্যিই কি ফুরাবে?
আমার ভিতরে এই মলিন তুমি কি আনন্দ দিবে।
আমার ভিতরে নীচে নরম অপলক চাহনি,
আমার তুমি ,আমার তুমি অধিধ্বনি।
জানি কিছু প্রেম চিরকাল দাঁড়িয়ে থাকে চির অমলিন,
উড়ন্ত পাখির ডানার মতো তুমি বার্লিন।
আজ অনুপস্থিত আছে,তোমার ঘর,
এখন কেবলি তুমি পর,তুমি পর।
তুমি ফিরে গেলে,তুমি ফিরে গেলে,
আমি জানি না,আমি জানি না আস্তাবলে।
কর্ণ প্রহরে বাজছে কেবলি হাহাকার,কেবলি হাহাকার,
তুমি ফিরে গেলে, তুমি কি সত্যিই ফিরে গেলে আবার।
বিডিনিউজ ইউরোপ /১৫ জানুয়ারি / জই