“শরণার্থী”
-মোস্তফা হামেদী
সমস্ত সংসার ভ্যানে তুলে আকাশের নিচে দাঁড়াই
রোদ তেরচা হয়ে পড়ছে
শূন্য ভাসমান এই মৃদু ঢেউয়ের ওপর
মনে হয় এই এখুনি তলিয়ে যাব–
গড়িয়ে চলেছে টায়ারের সরু চাকা
পুলসিরাত পার হচ্ছে যেন
পিছনে স্মৃতির কুঠুরি
শূন্যতার গমগমে বেজে চলা পাখোয়াজ
অরূপের পথে মৃদু পদস্পন্দ
চিরকালীন শরণার্থীর মতো কোথাও জানটুকু
কোথাও ছোট এক ভ্যান
সঙ্গে চলেছে…
কবি পরিচিতি: কবি মোস্তফা হামেদীর জন্মস্থান চাঁদপুর জেলার ফরিদগঞ্জ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। প্রকাশিত কাব্য: মেঘ ও ভবঘুরে খরগোশ, জড়োয়া, তামার তোরঙ্গ, সেমিজের ফুলগুলি।
বিডিনিউজ ইউরোপ /১৮ জানুয়ারি / জই