এক ভাবান্তর রৌদ্র
শেখ মোঃ সুরুজ আলী সূর্য
এতদিন তিলে তিলে গড়ে তোলা প্রেমের দূর্গ,
এক সকালের শিশিরে ধুয়ে গেল নিসর্গ।
ওই সকাল আমাকে ভীষণ ভাবনায় রেখেছিল,
এক ভাবান্তর রৌদ্র গায়ে মেখেছিল।
সেই প্রেমহীন সারাদিন, আমাকে ভাসিয়ে নিয়ে গেল,
তবে ভেসে যাচ্ছে আমার চোখের জল।
গাঢ় ভাবনার চেয়ে মলিন তোমার ভাষা,
পাখি থেকে উড়ে আসছে কত আশা।
দিশেহারা তুমি,দিশেহারা আমি,
ওলট পালট ভাবনায় সকলি জিম্মি।
এতদিন তিলে তিলে গড়ে তোলা প্রেমের দূর্গ,
এক সকালের শিশিরে ধুয়ে গেল নিসর্গ।
বিডিনিউজ ইউরোপ /১৮ জানুয়ারি / জই