• শুক্রবার, ২৩ মে ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী জীবন রক্ষার্থে কতিপয় ব্যক্তিবর্গ কে মানবিক আশ্রয় দেওয়া হয়েছিল: আইএসপিআর সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে

জন্ম থেকে পূর্বজন্মঃশেখ মোঃ সুরুজ আলী সূর্য

শেখ মোঃসুরুজ আলী ঢাকা
আপডেট : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

জন্ম থেকে পূর্বজন্ম
শেখ মোঃ সুরুজ আলী সূর্য

জানি না,আমার কাছে পৃথিবী কেন পূর্বপরিচিত,
বহু বছর আগে এসেছিলাম,
এইখানে হেঁটেছিলাম,খেলেছিলাম
এই যে গাছ,এই যে ফল,
সবি যেন আমার পূর্বপরিচিত
গাছে উঠেছিলাম,ফল খেয়েছিলাম,
এই যে পাখি,উড়ন্ত পাখি,
তাদের সাথে আমার পূর্ব মিতালী ছিল,
এই পথে অনেকদিন তাদের দেখেছিলাম,
এই যে সবুজ শস্যখেত, ধানগাছ,
সবি আমার পূর্বপরিচিত
তারা বহু আগেই আমার ছুঁয়া নিয়েছিল।
জানি না,আমার কাছে পৃথিবী কেন পূর্বপরিচিত,
এই যে তুমি,তোমার সাথে বসে আছি,
দিব্বি কথা বলছি,
পূর্বেও এইভাবে তোমার সাথে কথা হয়েছিল,
তোমার সাথে বসেছিলাম।
এখনকার মতই তোমার আর আমার সংসার ছিলো,
তুমি আছো,যেমন পূর্বেও তুমি ছিলে
এখনকার মতই তোমার-আমার ভালোবাসা ছিল,
এই যে গাছ,মেহগনি গাছ,
এখন যেমন দাঁড়িয়ে আছে
ঠিক পূর্বেও এই স্থানে দাঁড়িয়েছিল।
এই যে দিঘী,
দিঘীর পাড়ে পাখির বাসা
এবং আমার গোলাপের দুটি গাছ দেখছো
পূর্বেও এখনকার মতই রোজ-রোজ বাসায় পাখি বসতো
দুটি গোলাপ গাছে গোলাপ ফুটতো।
এই যে আকাশ,
তোমার আর আমার মাথার উপরের আকাশ,
পূর্বেও আমার পরিচিত ছিল এই আকাশ
তাহলে তুমি কি বলতে পারবে,
পৃথিবী আমার কাছে কেন পূর্বপরিচিত।
বিডিনিউজ ইউরোপ /৩১ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ