“অপেক্ষা”
-শেখ কানিজ ফাতেমা
আসছে হেমন্তেও আমি তোমার
অপেক্ষায় থাকব, তারপরের হেমন্তেও।
মুঠো মুঠো সোনালি ধানের মতোই
অভিলষিত তুমি, পুরনো ভাঁজ করা
তোলা শাড়ির মতোই আপন।
দেবকাঞ্চন ফুলের সুবাস
ছড়াবে লোকালয় থেকে লোকালয়ে।
অগ্রহায়ণের শেষ রাতে
বিষণ্ন গ্রামীণ বধূটি ছলছল চোখে
তাকিয়ে থাকবে উঠোনে।
তোমাকে আসতেই হবে।
আমি জানি তুমি আসবে।
শঙ্খচিলের ডানায় ভর করে, নতুন ধানের হাসি মুখে নিয়ে,
মাতাল বাতাসে কামিনীর গন্ধ ছড়িয়ে
কোনো এক হেমন্তে তোমাকে আসতেই হবে।
সত্যি বলছি আসছে হেমন্তেও আমি তোমার
অপেক্ষায় থাকব, তারপরের হেমন্তেও।
বিডিনিউজ ইউরোপ টুয়েন্টি ফোর ডটকম/৪মার্চ/জ ইসলাম