তোমাকে খাটো করার
কারো সাধ্য নাই,
আমাদের প্রিয়
সাংবাদিক বকুল ভাই,
ভাইরাস চাই
আরো চাই নিন্দুক,
তাদের দিয়েই গড়ে নেব
সময়ে সুনামি সিন্ধুক ।
সময়ের সাহসী সাংবাদিক ইউরোপের সাংবাদিক পরিবার খ্যাত আয়েবাপিসি(AEBAPC),র সাধারন সম্পাদক বকুল খান ইউরোপের অত্যন্ত জনপ্রিয় টি ভি
চ্যানেল আই অন টিভিতে ইউরোপের বিশেষ প্রতিনিধি
নিয়োগ পাওয়ায় আমাদের সাংবাদিক পরিবার বার্সেলোনা
থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।নিচের চয়ন খানী
যেন প্রিয় বকুল খানের জন্যই প্রযোজ্য।
সম্মূখে পিচ্ছিল পথ মানিনি !
আর আমি মানবনা কখনো;
পারলে বাঁধা হয়ে দেখ ?
আমি সহৃদয়ে এগিয়ে যাব সখনো।
বিডিনিউজইউটুয়েন্টিফোর/১৩মার্চ/জ ইসলাম