দৃষ্টি নেও, প্রেম দাও
শেখ মোঃ সুরুজ আলী সূর্য
অভিনব তোমার দুটি চোখ,
আমি দরজার ঐপার হতে দেখতাম,
যতক্ষণ না সূর্য তোমার ঘরের
জানালা অব্দি পৌঁছতো।
গোটা সকাল চেয়ে চেয়ে কাটতো।
তুমি থাকতে আমারি সমস্ত জুড়ে,
সন্তুষ্টি দরজায় ছিলো
তোমার দখল দখল শব্দ আর প্রেম।
আমার দাবি ছিলো,
তোমার দুটি আঁখি অব্দি।
কি এমন প্রেম সৃষ্টি হতো তোমার চোখে?
আমার কর্ম আর নিজের অস্তিত্ব ভুলে যেতাম,
তোমার চোখে চড়তো আমার চোখ।
যদি তুমি পার,
এক কদম এক কদম করে সামনে এসো,
আমার তীক্ষ্ণ চেয়ে থাকার
সবটুকু সাধ মিটিয়ে দাও।
তোমার যে আঁখি দৃষ্টি মেলে,
সেই আঁখিতে প্রেমের দরজা খুলো
আমার দৃষ্টি নেও
আর তোমার প্রেম দাও।
বিডিনিউজইউটুয়েন্টিফোরডটকম/১৫মার্চ/জ ইসলাম