সুইডেন আওয়ামী যুবলীগ কর্তৃক ভার্চুয়াল সভা ২১ মার্চ
সুইডেন আওয়ামী যুবলীগের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষিকী উপলক্ষে আগামী ২১ মার্চ ২০২১ ইং রবিবার সুইডেন আওয়ামী যুবলীগ কর্তৃক আয়োজিত ভার্চুয়াল দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে সুইডেন যুবলীগ, আওয়ামী লীগ, সকল সহযোগী সংগঠন সহ বহি- বিশ্বের সকল মুজিব আদর্শের ভাই বোনদের অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।
বঙ্গবন্ধুর জন্মদিন শিশু/কিশোরদের জন্য উৎসর্গ করেছেন, সে কারনে ছোট বাচ্চাদের অনুষ্ঠানে যোগ দিতে উৎসাহ দিবেন। যার যার বাচ্চাদের দিয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশের উপর যেকোন ছবি আকাবেন, চাইলে কবিতা, গান গাইতে পারবে ভার্চুয়াল অনুষ্ঠান এর মাধ্যমে।
Day & Date: Sunday 21 March 2021 sunday
Time: 20:00 PM ইউরোপ, 01:00 বাংলাদেশ সময়। https://us02web.zoom.us/j/9758233042?pwd=aTF1ZnFwV0hvRnoxcERId1lCTGdJQT09
Meeting ID: 975 823 3042
Passcode: joybangla
আমন্ত্রণে : সুইডেন আওয়ামী যুবলীগের পক্ষে,
মিজানুর রহমান এবং মুর্তজা হক নিপু। সুইডেন আওয়ামী যুবলীগ।
বিডিনিউজইউরোপ/১৯ মার্চ/জ ইসলাম