• শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী জীবন রক্ষার্থে কতিপয় ব্যক্তিবর্গ কে মানবিক আশ্রয় দেওয়া হয়েছিল: আইএসপিআর সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে

জবাফুল, শেখ মোঃ সুরুজ আলী সূর্য

শেখ মোঃ সুরুজ আলী সূর্য
আপডেট : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

জবাফুল
শেখ মোঃ সুরুজ আলী সূর্য

এখানে তুমি একটু দাঁড়াও,জবাফুলের পাশে,
ছোট একটা জবা দুলছে,দুলছে উত্তর পাশে।
প্রজাপতি তবে বসেছিল , একটু তবে আগে,
তোমার হাতের ছুঁয়া ছিল,তোমার অনুরাগে।

হাসছো তুমি মৃদুস্বরে, জবাফুলের পাশে,
প্রজাপতি না হয় উড়ে যাবে, তোমার আশে পাশে।
কিছুবেলা আপন করে মাখো জবার গন্ধে,
তারায় তারায় স্বপ্ন বুঁনো ভালোবাসার ছন্দে।

যাচ্ছে তবে কতবেলা জবাফুলের গন্ধে,
কেমন করে প্রজাপতি উড়ে ফিরতি ডানার ছন্দে।
আমি না হয়, অবাক হয়ে থাকবো উঠোন পারে,
তুমি তবে প্রেম নিও, তোমার মনের ঘরে।

আকাশ যদি মেঘলা থাকে,ভাববে তুমি কি?
জবা তুমি হাতে নিও,তবুও দিও উঁকি।
বারান্দার ঐ কবুতরে,তুমি খেয়াল রাখো,
বৃষ্টি পড়ছে জবাফুলে,সেই কথা তুমি লিখো।

ভাববে তুমি আমার কথা,আছি তোমার পাশে
মনে যদি বেশি ধরে,তাকাও তুমি আকাশে।
আকাশের ঐ মেঘমালায়,থাকবো আমি ভেসে,
চাঁদের দেশের পালকি নিয়ে,উড়বো শূন্যের দেশে।

ভালোবাসার মালা গেঁথে,পড়াবো তবে গলায়,
কাছে তবে আরো আসো,যাচ্ছে চলে বেলায়।
সুখে তরে,সুখি হবো,জানবে তবে সবে,
জবা গাছে ফুল ফুটেছে, ভুলে গেলাম তবে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১০জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ