• শুক্রবার, ২৩ মে ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে সাম্প্রতিক পাক-ভারত সংঘাতে সামরিক কৌশলের বৈশ্বিক স্বীকৃতি পেল পাকিস্তান

“এখনো দাঁড়িয়ে তাঁর প্রেম খুঁজো”ঃশেখ মোঃসুরুজ আলী সূর্য

সুরুজ আলী সূর্য ময়মনসিংহ থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : রবিবার, ২২ আগস্ট, ২০২১

এখনো দাঁড়িয়ে তাঁর প্রেম খুঁজো
শেখ মোঃসুরুজ আলী সূর্য

এখনো তুমি দাঁড়িয়ে থাকো,
ঠিক পুকুর বরাবর রাস্তায়।
যেখানে মাছেরা খেলা করে,
পাখিরা উড়াউড়ি করে,
বখাটে শিষ দেয়
অথচ তুমি নির্ভয়ে তাকিয়ে অপেক্ষার প্রহর গননা করো।
হাত বাড়িয়ে প্রেম খুঁজো।
তাঁকে পাবার জন্য, দেখার জন্য তীক্ষ্ণ
চোখগুলো,
তোমার ভীষণ অসহায় হয়ে তাকিয়ে থাকে।
পিছনের গাছে বাঁধা ছাগল,
দড়ি ছিড়ে এসে তোমার সামনে
দিব্বি শিম গাছের ডগা খেয়ে যাচ্ছে
অথচ তোমার দৃষ্টিতে পড়ছেনা।
কতটুকু আনমনা হলে এমনটি হয়,
তাহা কি কখনো ভেবে দেখেছো?
তুমি ভাববে কেমনে?
তোমার মন, তোমার ভিতরে নাই
ছুটছে ছুটছে তাঁর বরাবর।
সেখানে তাঁর প্রেম খুঁজছো,
পরশে পরশে শূন্যে ভেসে ভেসে
দুইজনে পাখির উড়া দেখছো।
অথচ তুমি দিব্বি দাঁড়িয়ে আছো
পুকুর বরাবর রাস্তায়।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২২আগস্ট/জই


আরো বিভন্ন ধরণের নিউজ