• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মাহবুব,সহ সভাপতি কামাল, সম্পাদক মমতাজ ধনবাড়ীতে ঐতিহ্যবাহী ষাঁড়ের মই দৌড় দেখতে হাজির হাজারো মানুষ ধনবাড়ীতে নানা আয়োজনেরমধ্য দিয়ে কৃষক দলের সাধারণ সভা অনুষ্ঠিত ভোলায় র‍্যাবের অভিযানে ১২ মামলার আসামি আটক ১ যুক্তরাজ্যের দ্য ইকোনমিস্টের চোখে এবছর বিশ্বে ‘বর্ষসেরা দেশ’ বাংলাদেশ হাসিনা ও জয় ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান উঠানামায় বিঘ্ন দীর্ঘ এক দশক পরে জনপ্রিয় “আমার দেশ” প্রকাশিত জার্মানিতে ক্রিসমাস মার্কেটের ভিড়ের মধ্যে গাড়ির ধাক্কায় নিহত ২ আহত অর্ধশতাধিক ধনবাড়ীতে মাশরুম চাষে আত্মকর্মসংস্থানের হাতছানি

“এখনো দাঁড়িয়ে তাঁর প্রেম খুঁজো”ঃশেখ মোঃসুরুজ আলী সূর্য

সুরুজ আলী সূর্য ময়মনসিংহ থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : রবিবার, ২২ আগস্ট, ২০২১

এখনো দাঁড়িয়ে তাঁর প্রেম খুঁজো
শেখ মোঃসুরুজ আলী সূর্য

এখনো তুমি দাঁড়িয়ে থাকো,
ঠিক পুকুর বরাবর রাস্তায়।
যেখানে মাছেরা খেলা করে,
পাখিরা উড়াউড়ি করে,
বখাটে শিষ দেয়
অথচ তুমি নির্ভয়ে তাকিয়ে অপেক্ষার প্রহর গননা করো।
হাত বাড়িয়ে প্রেম খুঁজো।
তাঁকে পাবার জন্য, দেখার জন্য তীক্ষ্ণ
চোখগুলো,
তোমার ভীষণ অসহায় হয়ে তাকিয়ে থাকে।
পিছনের গাছে বাঁধা ছাগল,
দড়ি ছিড়ে এসে তোমার সামনে
দিব্বি শিম গাছের ডগা খেয়ে যাচ্ছে
অথচ তোমার দৃষ্টিতে পড়ছেনা।
কতটুকু আনমনা হলে এমনটি হয়,
তাহা কি কখনো ভেবে দেখেছো?
তুমি ভাববে কেমনে?
তোমার মন, তোমার ভিতরে নাই
ছুটছে ছুটছে তাঁর বরাবর।
সেখানে তাঁর প্রেম খুঁজছো,
পরশে পরশে শূন্যে ভেসে ভেসে
দুইজনে পাখির উড়া দেখছো।
অথচ তুমি দিব্বি দাঁড়িয়ে আছো
পুকুর বরাবর রাস্তায়।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২২আগস্ট/জই


আরো বিভন্ন ধরণের নিউজ