• শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী জীবন রক্ষার্থে কতিপয় ব্যক্তিবর্গ কে মানবিক আশ্রয় দেওয়া হয়েছিল: আইএসপিআর সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে

চ্যাম্পিয়ন হলো বসুন্ধরা কিংস ১-১সমতায়

জহিরুল ইসলাম মিলন ক্রীড়া প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

চ্যাম্পিয়ন হলো বসুন্ধরা কিংস ১-১সমতায়

গত সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধের শুরু থেকে আবাহনীর দাপট। ২৮ মিনিটে আবাহনী এগিয়ে যায়। ব্রাজিলিয়ান অগাস্তোর ক্রসে তপু বর্মণ ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন বল!

বসুন্ধরা গোল শোধ দেওয়ার চেষ্টায় ৩৭ মিনিটে অস্কার ব্রুজনের দল সফলও হয়। রবিনিয়োর ফ্রি কিকে তপু বর্মণ লাফিয়ে উঠে হেডে গোল করে স্বস্তি এনে দেন।বিরতির পর দুই দলই সুযোগ পেয়েছে। কিন্তু কেউই ব্যবধান বাড়াতে পারেনি। ফলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ

বসুন্ধরা কিংস ২৪ ম্যাচে দ্বিতীয় ড্রতে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থেকে লিগ শেষ করলো। আবাহনী সমান ম্যাচে অষ্টম ড্রতে ৪৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকছে।

লিগের প্রথম পর্বে বসুন্ধরা কিংসের কাছে ৪-১ গোলে হেরেছিল আবাহনী।

বসুন্ধরা কিংসের শিরোপা নিশ্চিত হয়েছিল চার ম্যাচ হাতে রেখেই। ৯ আগস্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে প্রিমিয়ার লিগ জেতার উৎসব করেছিল তপু-সবুজরা। প্রায় দেড় মাস পর ট্রফি নিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শ্রেষ্ঠত্ব ধরে রাখার উদযাপন করলো অস্কার ব্রুজনের দল।

তবে শেষটা জয়ে রাঙাতে পারেনি চ্যাম্পিয়নরা। সোমবার প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে আবাহনীর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। তবে এই ড্রও ছিল কিংসের জন্য সৌভাগ্যের।

কারণ, অধিনায়ক তপু বর্মনের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েছিল তারা। তপু বর্মনের গোলেই আবার ফেরে সমতায়। মৌসুমের শেষ ম্যাচে তপুই খলনায়ক, তপুই নায়ক।

২৮ মিনিটে আবাহনীর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফায়েলের শট ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়েছিলেন তপু বর্মন। ৯ মিনিট পর ব্রাজিলিয়ান রবিনহোর ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে সমতা ফেরান সেই তপু।

২৪ ম্যাচে ২১ জয়, দুই ড্র এবং এক হার। ৬৫ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের জালে ৬০ গোল দিয়ে হজম করেছে ১০টি। শেষ ম্যাচ জিতলে লিগের শেষটা আরও রঙিন হতো চ্যাম্পিয়নদের।

লিগের শেষ ম্যাচের পর চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ শেখ জামালকে ট্রফি প্রদান করেছেন বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী। উপস্থিত ছিলেন পেশাদার লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান আবদুর রহিম, বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।

বিডিনিউজ ইউরোপ ২৪ডটকম/২৩ সেপ্টেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ