গ্রীসের প্রধানমন্ত্রী কিরিয়াকস মিচোতাকিস দুদিনের এক রাষ্ট্রীয় সফরে আজ ১৮ নভেম্বর বুধবার সকালে আরব আমিরাত পৌঁছেছে।
গ্রীক প্রধানমন্ত্রীর সাথে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী নিকোস ডান্ডিয়াস, উন্নয়ন ও বিনিয়োগ মন্ত্রী এধোনিস ইয়র্গাদিস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থানোস ডোকস্ সহ মোট ৬ জন উচ্চ পদস্থ কর্মকর্তা।
আবুধাবী প্রেসিডেন্টশিয়াল বিমানবন্দরে তাদের সম্বর্ধনা জানাতে সে দেশের আমীরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিল্প ও টেকনোলজি মন্ত্রী সুলতান আল জাবের ও আমিরাতের উর্ধতন কর্মকর্তারা। সাথে আরব আমিরাতে নিযুক্ত গ্রীক দূতাবাস কর্তৃপক্ষ ও উপস্থিত ছিলেন বলে জানা গেছে। পরে প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীরা ক্রাউনপ্রিন্স ও সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে দু দেশের দ্বিপাক্ষিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে মত বিনিময় করেন। তাছাড়া শিল্প, বিনিয়োগ, জ্বালানী আমদানী, তুরস্কের সাথে ভূমধ্যসাগরীয় উত্তেজনা নিয়েও আলোচনা করেন।
স্থানীয় নিউজ এজেন্সি কর্তৃক প্রকাশিত সংবাদমাধ্যম জানা গেছে দীর্ঘদিন পরে হলে ও গ্রীসের সাথে আরব বিশ্বের গুরুত্বপূর্ণ ও উদারচিন্তার দেশ আমিরাতের সাথে সফল অর্থবহ একটি কূটনীতিক সম্পর্কে পৌঁছাতে পারে বলে মত প্রকাশ করেছেন।
বিডিনিউজ ইউরোপ/১৮ নভেম্বর/ জই