• বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে সাম্প্রতিক পাক-ভারত সংঘাতে সামরিক কৌশলের বৈশ্বিক স্বীকৃতি পেল পাকিস্তান

আয়েবাপিসির কার্যনির্বাহী কমিটির এক আন্তর্জাতিক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত

কবির আহমেদ ভিয়েনা থেকে কূটনৈতিক বিশ্লেষক
আপডেট : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

আয়েবাপিসির কার্যনির্বাহী কমিটির এক আন্তর্জাতিক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত !!!
গতকাল রোববার (৯ জানুয়ারি) রাতে অলইউরোপিয়ানবাংলাপ্রেসক্লাবের(আয়েবাপিসি)
বর্তমান কার্যনির্বাহী কমিটির এক আন্তর্জাতিক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ৪১ জনসদস্য বিশিষ্ট এক বিশাল শক্তিশালী কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যই উপস্থিত ছিলেন। অবশ্য পেশাধারী কাজের জন্য কয়েকজন সদস্য
অনুপস্থিত ছিলেন। এই ভার্চুয়াল বৈঠকের সভাপতির দায়িত্ব পালন
করেন ফ্রান্স থেকে আয়েবাপিসির সহ সভাপতিএনায়েত হোসেন সোহেল এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইতালির ট্রেভেজিও থেকে আয়েবাপিসির সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন।

বৈঠকে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতির উন্নতিসাপেক্ষে ইউরোপের কোন একটি দেশে ৪১ সদস্য বিশিষ্ট বিশাল কমিটির এক জাঁকজমক অভিষেকঅনুষ্ঠানের ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন।উল্লেখ্য যে,ইতালির রাজধানী রোমে গত ডিসেম্বর মাসে ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশী বংশোদ্ভূত সাংবাদিকদের নিয়ে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের নামে সংগঠনটি নিবন্ধন বা রেজিস্ট্রেশন হয়েছে। ইতালি সরকারের নিকট “All Eurpean Bangla Press Club” – AEBAPC
এর রেজিস্ট্রেশন নাম্বার 2892। ইতালি যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের একটি সদস্য দেশ, তাই এই রেজিস্ট্রেশন বাকী ২৬ টি ইইউ দেশেও আইনত
সমানভাবে স্বীকৃত।আয়েবাপিসির বর্তমান সভাপতি জার্মানি থেকে
হাবিবুর রহমান হেলাল এবং সাধারণ সম্পাদক ইতালি থেকে জাকির হোসেন সুমন।
সাংবাদিকদের বৈধ এই সংগঠনটি নিজস্ব মনোগ্রাম সহ ইতালির সরকারের নিকট রেজিস্ট্রেশন করেছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও আজীবন সদস্য মনিরুজ্জামান মনির। উল্লেখ্য যে,ইতালির রোমে ২০১৬ সালে প্রতিষ্ঠা
লাভের পর এই প্রথম ইউরোপের সাংবাদিকদের পরিবার খ্যাত প্রতিষ্ঠানটি ইতালির সরকার তথা ইউরোপিয়ান ইউনিয়নে রেজিস্ট্রেশন হল। সাথে
সাথে সংগঠনটির একটি অত্যন্ত শক্তিশালী সংবিধানও প্রণীত হয়েছে।
ইউরোপে বসবাসকারী বাংলাদেশী বংশোদ্ভূত সাংবাদিকদের নিয়ে প্রতিষ্ঠিত এই সংগঠনটিতে ৪১ জন সদস্য বিশিষ্ট বিশাল কমিটির সদস্যরা
যেসব দেশ থেকে প্রতিনিধিত্ব করছেন সে সমস্ত দেশের মধ্যে অন্যতম মাল্টা, সাইপ্রাস,গ্রীস,অস্ট্রিয়া,সুইজারল্যান্ড,ইতালি,স্পেন,পর্তুগাল,ফ্রান্স,জার্মানি
ও যুক্তরাজ্য (ব্রিটেন) বিশেষভাবে উল্লেখযোগ্য

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১০ জানুয়ারি/ জই

 

 

 

 

 


আরো বিভন্ন ধরণের নিউজ