সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুতে সাংবাদিক মিনহাজ হোসেনের শোক। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেটের কৃতি সন্তান মিনহাজ হোসেন।
মিনহাজ হোসেন এক শোকবার্তায় বলেন, অর্থমন্ত্রী হিসেবে মরহুম মুহিত ছিলেন একজন সফল মন্ত্রী। তার মেধা, জ্ঞান এবং বিচক্ষণতা দিয়ে তিনি দেশের সেবা করে গেছেন। তার মৃত্যুতে জাতি একজন গুণী, ব্যক্তিকে হারালেন। এ ক্ষতি কখনোই পূরণ হবার নয় বলে উল্লেখ করেন জাতীয় অনলাইন প্রেস ক্লাব ইতালির সাধারণ সম্পাদক, বাংলা প্রেস ক্লাব ইতালি প্রচার সম্পাদক এবং চ্যানেল এস এর রোম প্রতিনিধি সাংবাদিক মিনহাজ হোসেন।
তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানান গভীর সমবেদনা।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৩০এপ্রিল/জই