আগামীকাল ২৬শে নভেম্বর বৃহস্পতিবার গ্রীসজুড়ে নানা শ্রমিক সংগঠন ও পরিবহন শ্রমিকদের ডাকে ২৪ ঘন্টার সাধারণ ধর্মঘট ঘোষনা করছে ΑΔΕΔΥ । চলবে না মেট্রো, ট্রাম, দূরপাল্লার ট্রেন (Μετρό, ηλεκτρικός , τραμ, ΗΣΑΠ ,ΤΡΑΙΝΟΣΕ)। কর্মজীবী জনগণের সুবিধার্থে বাস ও ট্রলি চলবে স্বল্পমাত্রায়।এয়ারপোর্ট যাওয়ার বাস চলবে। বেতন কর্তন, ডিউটি কমিয়ে দেয়া, বাজেট হ্রাস, ওভারটাইম কর্তনের কারণে নানা দাবী দাওয়া নিয়ে এ হরতাল।
(Απεργία: Τραβούν «χειρόφρενο» για 24 ώρες Μετρό, ΗΣΑΠ, Τραμ την Πέμπτη 26/11)
বিডিনিউজ ইউরোপ/২৫ নভেম্বর/ জই