• শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী জীবন রক্ষার্থে কতিপয় ব্যক্তিবর্গ কে মানবিক আশ্রয় দেওয়া হয়েছিল: আইএসপিআর সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে

ইতালীস্হ রাষ্ট্রদূত শামীম আহসান কে ঢাকা বিভাগ সমিতির শুভেচ্ছা জ্ঞাপন

মিনহাজ হোসাইন ইতালি ( ইউরোপ)
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

ইতালীস্হ রাষ্ট্রদূত শামীম আহসান কে ঢাকা বিভাগ সমিতি ইতালীর শুভেচ্ছা জ্ঞাপন
ইতালীতে বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের জন্য বিশিষ্ট কূটনৈতিক ব্যাক্তিত্ব শামীম আহসান শুক্রবার দুপুরে ইতালীতে পৌঁছেছেন।

শুক্রবার (২০শে নভেম্বর) দুপুরে তিনি ইতালীর ইন্টারন্যাশনাল ফিমিউসিনো এয়ারপোর্টে পৌছালে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশি, রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ ঢাকা বিভাগ সমিতি ইতালী নবনিযুজক্ত রাষ্ট্রদূত শামীম আহসান কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ঢাকা বিভাগ সমিতি ইতালী সভাপতি মোহাম্মদ লিটন তার দেয়া এক সাক্ষাতকারে নবনিযুক্ত রাষ্ট্রদূত শামীম আহসান কে প্রবাসীদের কল্যাণে কাজ করে যাওয়ার আহবান জানান। এছাড়াও মোহাম্মদ লিটন আরো বলেন প্রবাসী বাংলাদেশীদের দূতাবাসের সেবা মান নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া সহ বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ ও দূতাবাসে দুর্নীতি ও দালাল মুক্ত করা এবং দূতাবাসের সেবার মান শতভাগ নিশ্চিত করা সহ ঢাকা বিভাগ সমিতি ইতালীর পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরেন।

এসময় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ ঢাকা বিভাগ সমিতি ইতালী সাধারণ সম্পাদক ইমরুল কায়েছ, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন রোমান, প্রচার সম্পাদিকা মেহেনাস তাব্বাসুম শেলি সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সকলের উপস্থিতিতে পেশাদার কূটনীতিক নবনিযুক্ত রাষ্ট্রদূত শামীম আহসান সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং দেশের সুনাম অক্ষুন্ন রেখে প্রবাসীদের কাজ করার আহ্বান জানান। তিনি আশ্বস্ত করেন আগামীতে দূতাবাসকে সকল বিতর্কের ঊর্ধ্বে রেখে প্রবাসীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাবেন।

বিডিনিউজ ইউরোপ/২৭ নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ