• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মাহবুব,সহ সভাপতি কামাল, সম্পাদক মমতাজ ধনবাড়ীতে ঐতিহ্যবাহী ষাঁড়ের মই দৌড় দেখতে হাজির হাজারো মানুষ ধনবাড়ীতে নানা আয়োজনেরমধ্য দিয়ে কৃষক দলের সাধারণ সভা অনুষ্ঠিত ভোলায় র‍্যাবের অভিযানে ১২ মামলার আসামি আটক ১ যুক্তরাজ্যের দ্য ইকোনমিস্টের চোখে এবছর বিশ্বে ‘বর্ষসেরা দেশ’ বাংলাদেশ হাসিনা ও জয় ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান উঠানামায় বিঘ্ন দীর্ঘ এক দশক পরে জনপ্রিয় “আমার দেশ” প্রকাশিত জার্মানিতে ক্রিসমাস মার্কেটের ভিড়ের মধ্যে গাড়ির ধাক্কায় নিহত ২ আহত অর্ধশতাধিক ধনবাড়ীতে মাশরুম চাষে আত্মকর্মসংস্থানের হাতছানি

ভিয়েনায় কমিউনিটির দ্বিতীয় প্রজন্মের সন্তান নয়নের আইটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : মঙ্গলবার, ২ মে, ২০২৩

ভিয়েনায় কমিউনিটির দ্বিতীয় প্রজন্মের সন্তান নয়নের আইটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা।অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় Streamline Technologies (@streamline.technologies)
নামে একটি নতুন আইটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লাভ
করেছে।অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির দ্বিতীয় প্রজন্মের সন্তান সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের তরুণ রাজধানীতিবিধ মাহমুদুর রহমান তাঁর দুই ঘনিষ্ঠ বন্ধুর সাথে সম্মিলিতভাবে এই আইটি প্রতিষ্ঠা করেছে। নয়ন এক স্ট্যাটাসের মাধ্যমে জানায়,আমরা এই আই টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে আমাদের জীবনে একটি নতুন যাত্রা শুরু করেছি, একটি স্টার্টআপ যা এন্টারপ্রাইজ এবং পরামর্শ পরিষেবাগুলির জন্য একটি কম-কোড প্ল্যাটফর্ম বাস্তবায়নের উপর দৃষ্টি নিবদ্ধ করে৷ আমার দুই সেরা বন্ধু এবং ব্যবসায়িক অংশীদার (@umt871 @s.iskvc) এর সাথে একসাথে, আমাদের লক্ষ্য ডিজিটাল কর্মক্ষেত্রকে সহজ করা এবং আমাদের ক্লায়েন্টদের জন্য ব্যবসায়িক প্রক্রিয়াগুলিকে সহজতর করা।

 

আইটি প্রতিষ্ঠান বা ফার্ম কি ?

আমারা বলতে পারি যেসব প্রতিষ্ঠান টেকনোলজি বিষয়ক পরামর্শ ও সেবা দিয়ে থাকে এবং বিভিন্ন টেকনোলজি রিলেটেড সমস্যার সমাধান দিয়ে থাকে তাকে আমরা আইটি ফার্ম বলতে পারি ।

আইটি ফার্ম বিভিন্ন ধরনের টেকনোলজি বিষয়ক সেবা দিয়ে থাকে।এগুলোর মধ্যে রয়েছে সফটওয়্যার ডেভলপমেন্ট, অ্যাপ ডেভলপমেন্ট, ওয়েব ডিজাইন এন্ড ডেভলপমেন্ট . গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং ইত্যাদি আরো অনেক বিষয়।অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির তরুণ মাহমুদুর রহমান নয়ন আরও জানায়,তাদের প্ল্যাটফর্মটি কনফিগারেশনের মাধ্যমে অনায়াসে একীকরণ সক্ষম করার জন্য ডিজাইন করা হয়েছে, যা তাদের প্রতিযোগিতা থেকে আলাদা করে। সে বলে আমরা বিশ্বাস করি যে সরলতার উপর আমাদের ফোকাস আমাদের ব্যবসাগুলিকে আরও দক্ষ এবং কার্যকর উপায়ে তাদের লক্ষ্য অর্জনে সহায়তা করতে দেয়।

একটি নতুন ব্যবসা শুরু করা সবসময়ই একটি চ্যালেঞ্জ, তবে আমরা আমাদের স্টার্টআপের সাথে এই যাত্রা শুরু করতে পেরে উত্তেজিত। আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের পথ ধরে সমর্থন করেছেন এবং তা চালিয়ে যাচ্ছেন। আমাদের দৃষ্টিভঙ্গিতে আপনার উৎসাহ এবং বিশ্বাস আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে সহায়ক ছিল।

আমরা আমাদের উদ্যোগের বিকাশ এবং বৃদ্ধি অব্যাহত রেখে আপনাদের সাথে আরও আপডেট শেয়ার করার জন্য উন্মুখ। আপনার সমর্থনের জন্য আপনাকে আবার ধন্যবাদ এবং Streamline Technologies থেকে আরও উত্তেজনাপূর্ণ খবরের জন্য সাথে থাকুন।

মাহমুদুর রহমান নয়ন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র সিটিজেন ও ইউরো বাংলা টাইমসের চীফ এডিটর মাহবুবুর রহমানের ছেলে। মাহমুদুর রহমান নয়ন সদ্য বিবাহিত। বিডি নিউজ ইউরোপ পরিবার নয়নের এই নতুন যাত্রায় তার প্রতি অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ