• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মাহবুব,সহ সভাপতি কামাল, সম্পাদক মমতাজ ধনবাড়ীতে ঐতিহ্যবাহী ষাঁড়ের মই দৌড় দেখতে হাজির হাজারো মানুষ ধনবাড়ীতে নানা আয়োজনেরমধ্য দিয়ে কৃষক দলের সাধারণ সভা অনুষ্ঠিত ভোলায় র‍্যাবের অভিযানে ১২ মামলার আসামি আটক ১ যুক্তরাজ্যের দ্য ইকোনমিস্টের চোখে এবছর বিশ্বে ‘বর্ষসেরা দেশ’ বাংলাদেশ হাসিনা ও জয় ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান উঠানামায় বিঘ্ন দীর্ঘ এক দশক পরে জনপ্রিয় “আমার দেশ” প্রকাশিত জার্মানিতে ক্রিসমাস মার্কেটের ভিড়ের মধ্যে গাড়ির ধাক্কায় নিহত ২ আহত অর্ধশতাধিক ধনবাড়ীতে মাশরুম চাষে আত্মকর্মসংস্থানের হাতছানি

শেখ ফজলুল হক মনির জন্মবার্ষিকী পালন করলো সুইডেন যুবলীগ

সুইডেন থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

শেখ ফজলুল হক মনির জন্মবার্ষিকী পালন করলো সুইডেন যুবলীগ আজ ৪ ডিসেম্বর প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রথিতযশা সাংবাদিক ও যুব রাজনীতির অগ্রপথিক শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮১ তম জন্মবার্ষিকী সুইডেন সরকারের নতুন স্বাস্থ্যবিধি মেনে পালন করে সুইডেন আওয়ামী যুবলীগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অনলাইনে বক্তব্যে রাখেন সুইডেন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এ এইচ এম জাহাঙ্গীর কবির, বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন সুইডেন আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সুইডেন আওয়ামী লীগের সহ- সভাপতি আতাউর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুইডেন যুবলীগ নেতা মিজানুর রহমান ও সন্চালনা করেন সুইডেন যুবলীগ নেতা মুর্তজা হক নিপু। অনুষ্ঠানে শেখ ফজলুল হক মনির জীবনীর উপর আলোচনা করেন আলোচকবৃন্দ।

সভার শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন যুবলীগ নেতা শহিদ উল্লাহ এবং সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার, শেখ ফজলুল হক মনি সহ ১৫ই আগষ্ট এ নিহত সকল শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সুইডেন যুবলীগ নেতা শহীদ উল্লাহ, এস আলম লাবু, মাসুদ পারভেজ তুহিন। অনলাইনে আরো বক্তব্যে রাখেন যুবলীগ নেতা আবুল হোসাইন, ইকবাল উদ্দিন মামুন, শাহারিয়ার রিয়াদ, সহ আরো অনেক যুবলীগ নেতৃবৃন্দ। সমাপনী বক্তব্যে যুবলীগ নেতা মিজানুর রহমান বলেন মুজিব আদর্শের ভাইদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করে শোক কে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য দেশরত্ন শেখ হাসিনার পাশে থেকে কাজ করে যেতে হবে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল মনির কর্ম জীবন অনুসরন করার আহবান জানিয়ে আলোচনা সভায় অংশগ্রহণের জন্য সবাই কে ধন্যবাদ দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।
বিডিনিউজ ইউরোপ/৪ নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ