• শুক্রবার, ২৩ মে ২০২৫, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী জীবন রক্ষার্থে কতিপয় ব্যক্তিবর্গ কে মানবিক আশ্রয় দেওয়া হয়েছিল: আইএসপিআর সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে

চরভদ্রাসন কোথাও অবরোধ নেই স্বাভাবিক দিনভর অভিযান চালালেন ইউএনও-ওসি

ফকির নয়ন, চরভদ্রাসন
আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

স্বাভাবিক চরভদ্রাসন কোথাও অবরোধ নেই দিনভর অভিযান চালালেন ইউএনও-ওসি।ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বিএনপি’র ডাকা অবরোধ সফল হয় নাই। নিত্যদিনের মত মঙ্গলবারও রাস্তাঘাটে যানবাহন ও জনচলাচল স্বাভাবিক ছিল। উপজেলা পদ্মা নদীর বিভিন্ন ঘাটে ষ্পীটবোড, লঞ্চ, নৌকা ও ট্রলার করে পথচারীরা নিয়মিত যাতায়াত করেছেন। উপজেলা পরিষদের বিভিন্ন অফিস আদালত, স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম প্রতিদিনের ন্যায় সচল ছিল।

ফলে বিএনপি’র ডাকা অবরোধে উপজেলাবাসী সাড়া দেয় নাই বলে জানা গেছে।এদিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ, থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা, আনসার ও ভিডিপি অফিসার কুসুম কুমার রায় প্রয়োজনীয় ফোর্স নিয়ে দিনভর উপজেলার প্রধান সড়কগুলো মহড়া দিয়েছেন।

এমনকি তারা গ্রাম-গঞ্জের নিভৃত পল্লির বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করেছেন। অভিযানে গ্রামগঞ্জের পাকা সড়ক ঘেষে বিভিন্ন দোকানের সামনে রাখা বোতলজাত জ্বালানী তৈল পেট্রোল অপসারন করা হয় এবং এসব বোতলজাত জ্বালানী তৈল ব্যাবসা অবৈধ বলে তা দ্রæত বন্ধ করার জন্য অভিযানে তাগিদ দেওয়া হয়।

স্থানীয় সূত্রগুলো জানায়, উপজেলা বিএনপি’র পক্ষ থেকে কোথাও কোনো রোডঘাট অবরোধের খবর পাওয়া যায় নাই। উপজেলার জীবনমান ছিল স্বাভাবিক। উপজেলা সদর বাজার ব্রীজের পাশে বাস ষ্ট্যান্ডের এক যাত্রী আঃ আহাদ (৩৫) জানায়, জেলা শহরের টেপাখোলা এলাকা থেকে এসে উপজেলায় কাজ সেরে ফিরে যাচ্ছি কিন্ত কোখাও কোনো বাঁধা বা অবরোধ দেখি নাই”।

বিডিনিউজ ইউরোপ/৩১অক্টোবর/জই/ফরিদপুর


আরো বিভন্ন ধরণের নিউজ