• শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী জীবন রক্ষার্থে কতিপয় ব্যক্তিবর্গ কে মানবিক আশ্রয় দেওয়া হয়েছিল: আইএসপিআর সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে

ধনবাড়ীতে নবাগত ওসি’র সহায়তায় খেলার মাঠ পেল স্থানীয়রা

জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী) টাঙ্গাইল
আপডেট : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

ধনবাড়ীতে নবাগত ওসি’র সহায়তায় খেলার মাঠ পেল স্থানীয়রা।টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধনবাড়ী থানা সংলগ্ন ব্যাডমিন্টন মাঠের উদ্বোধন করেন ধনবাড়ী থানার নবাগত ওসি মোঃ সাজ্জাদ হোসেন এ সময় তার সাথে উপস্থিত ছিলেন তার সহধর্মিনী ও ছোট ছেলে ফারহান।

ব্যাডমিন্টন মাঠ প্রস্তুতির সার্বিক দায়িত্বে ছিলেন, ধনবাড়ী থানার ওসি তদন্ত মোঃ ইদ্রিস আলী।এসময় আরো উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা প্রেসক্লাব এর সহসভাপতি, ইমাম হাসান সোহান,ধনবাড়ী উপজেলা প্রেসক্লাব এর সাধারণত সম্পাদক জহিরুল ইসলাম মিলন, ধর্ম বিষয়ক সম্পাদক রনি, সদস্য রনি, ধনবাড়ী নওয়া প্যালেজ এর ম্যানেজার শরিফ উদ্দিন সহ ধনবাড়ী থানার সকল সদস্য বৃন্দ ছিলেন।

ধনবাড়ী থানার নবাগত ওসি মোঃ সাজ্জাদ হোসেন বলেন, খেলাধুলা হলো বিনোদনের সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম। এতে মানসিক বিকাশ ও শরীর সুস্থ থাকে। পুলিশের সদস্যদের কাজের একঘেয়েমি দূর করতে ধনবাড়ী থানা পুলিশের এ কার্যক্রম।

ধনবাড়ী উপজেলা প্রেসক্লাব এর সাধারণত সম্পাদক জহিরুল ইসলাম মিলন বলেন,শীতে যেমন লেপ প্রধান অনুষঙ্গ, তেমনি আরো এক অনুষঙ্গ ব্যাডমিন্টন। শীতের শিরশির হাওয়ার আগমনি বার্তা হলো গ্রাম থেকে শুরু করে শহরের অলিতে-গলিতে ব্যাডমিন্টনের কোর্ট। নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি মাসে খেলাটির প্রতি প্রবল আগ্রহ জানান দেয় শীত আর ব্যাডমিন্টন যেন একই সুতোয় গাঁথা। শীতের সন্ধ্যায় পাড়া-মহল্লা, শহর কিংবা গ্রামে ব্যাডমিন্টন খেলার চিত্র পরিচিত। গ্রামে বাড়িতেও আঙিনাই হয়ে উঠে মৌসুমি এই খেলার প্রাণকেন্দ্র।

bdnewseu/15thDecember/ZI/Donbari


আরো বিভন্ন ধরণের নিউজ