• শনিবার, ২৪ মে ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী জীবন রক্ষার্থে কতিপয় ব্যক্তিবর্গ কে মানবিক আশ্রয় দেওয়া হয়েছিল: আইএসপিআর সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে

অষ্ট্রিয়ায় বাংলাদেশী বংশোদ্ভূত জান্নাতের অসাধারণ কৃতিত্ব

বিডিনিউজ ইউরোপ অনলাইন ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

অষ্ট্রিয়ায় বাংলাদেশী বংশোদ্ভূত জান্নাতের অসাধারণ কৃতিত্ব। ভিয়েনার অতি পরিচিত মুখ কবি, সাহিত্যিক, সিনিয়র সিটিজেন এবং অষ্ট্রিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের বর্তমান সভাপতি আনিসুজ্জামান এর কনিষ্ঠ কন্যা জান্নাতুল ফেরদাউস জামান এবার অষ্ট্রিয়ার রাজধানি ভিয়েনা থেকে Bechelor of Science in Health Studies নিয়ে FH Campus থেকে কৃতিত্বের সাথে এই ডিগ্রি অর্জন করেন।

জান্নাতুল ফেরদাউস জামান ২০০৮ইং সালে তার পরিবারের সাথে ভিয়েনা আসেন। তিনি প্রাইমারী স্কুল থেকেই ভালো রেজাল্ট করে এই পর্যন্ত এসেছেন।

গত ২৪ জানুয়ারি Vienna Municipality হল রুমে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সমাবর্তন অনুষ্ঠানে Bechelor of Science in Health Studies এর সার্টিফিকেট তুলে দেয়া হয়।


জান্নাতুল ফেরদাউস জামান ২ভাই এবং ২ বোনের মধ্যে সবার ছোট। তার বাবা সাংবাদিক এবং মা সুলতানা জামান একজন গৃহিণী। বাংলাদেশে ওনাদের বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজারে বলে জানা গেছে।


অষ্ট্রিয়া বাংলাদেশ প্রেস ক্লাব এবং ইউরো বাংলা টাইমস পরিবারের পক্ষথেকে বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়েছে জান্নাতের এ সাফল্যে।

bdnewseu/1february/ZI/Austria


আরো বিভন্ন ধরণের নিউজ