ভিয়েনায় ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার ইফতার মাহফিল অনুষ্ঠিত।ভিয়েনার ২৩ নং ডিস্ট্রিক্টের তুর্কী অভিজাত এটাপ ইভেন্ট সেন্টারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৫ মার্চ) অস্ট্রিয়ায় বসবাসকারী মুসলিমধর্মীয় সম্প্রদায়ের কেন্দ্রীয় সংস্থা ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার (IGGÖ) উদ্যোগে ভিয়েনার ২৩ নং ডিস্ট্রিক্টের অভিজাত এটাপ ইভেন্ট সেন্টারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইভেন্ট সেন্টারের প্রবেশদ্বারে সকল আমন্ত্রিত মেহমানদেরকে স্বাগত জানান ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট তুর্কিশ বংশোদ্ভুত জনাব উমিত ভুরাল , ভাইস-প্রেসিডেন্ট বসনিয়ান বংশোদ্ভুত আদিস কান্দিস, সুপ্রিম কাউন্সিল মেম্বার ও এশিয়ান ইসলামিক কমিউনিটির চেয়ারম্যান বাংলাদেশী বংশোদ্ভুত ইঞ্জিনিয়ার হাসিম মোহাম্মেদ।
অস্ট্রিয়ায় বসবাসকারী মুসলমানদের গুরুত্বপূর্ণ এই সংস্থাটির প্রেসিডেন্ট উমিত ভুরাল ইফতারের পূর্বে
এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি অস্ট্রিয়ায় মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা মূলক কাজ করার জন্য বিভিন্ন ইসলামিক কমিউনিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
এ সময় ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন-
অস্ট্রিয়া নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত অজান সেয়হুং,
অস্ট্রিয়ার জাতীয় সংসদের সদস্য ইঞ্জিনিয়ার ওমর আল রাবী(SPÖ) ও সংসদ সদস্য আসলিহান বজাতেমার (SPÖ) এবং IGGÖ অথরিটির সাবেক
তিন প্রেসিডেন্ট যথাক্রমে ড.আনাস শাকফে,ড.ফুয়াদ সানাচ, ইব্রাহিম অল্গুন, রিলিজিয়াস অথরিটির সুপ্রিম কাউন্সিল সদস্যগণ, কেন্দ্রীয় শুরা সদস্যগণ, ধর্মতাত্ত্বিক উপদেষ্টা পরিষদ, স্পেশালিস্ট ইন্সপেক্টরগণ,ঈমাম পরিষদ, টার্কিশ, বসনিয়ান, আরবিয়ান, আলবেনিয়ান, আফ্রিকান ও এশিয়ানদের দশটি ইসলামিক কমিউনিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ প্রায় ৩০০ শতাধিক মুসলিম।
এছাড়াও এশিয়ান ইসলামিক কমিউনিটি ছাড়াও আরও উপস্থিত ছিলেন বাংলাদেশী কমিউনিটির ভিয়েনা মুসলিম সেন্টারের ইমাম হাফেজ মাওলানা আবু মুসা, চেয়ারম্যান মুরাদুল আলম, মাসজিদুল ফালাহর সভাপতি জনাব হাবিবুর রহমান,আফগান কমিউনিটি লিডার আব্দুল গনি নাজারী, আব্দুল গনি হাকিমী, ইঞ্জিনিয়ার এসহাক, ইন্দোনেশিয়ান কমিউনিটি লিডার আনডি জুনিরশাহ, পাকিস্তানী কমিউনিটির আকরাম বাউজা প্রমুখ ।
bdnewseu/21March/ZI/Vienna