• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মাহবুব,সহ সভাপতি কামাল, সম্পাদক মমতাজ ধনবাড়ীতে ঐতিহ্যবাহী ষাঁড়ের মই দৌড় দেখতে হাজির হাজারো মানুষ ধনবাড়ীতে নানা আয়োজনেরমধ্য দিয়ে কৃষক দলের সাধারণ সভা অনুষ্ঠিত ভোলায় র‍্যাবের অভিযানে ১২ মামলার আসামি আটক ১ যুক্তরাজ্যের দ্য ইকোনমিস্টের চোখে এবছর বিশ্বে ‘বর্ষসেরা দেশ’ বাংলাদেশ হাসিনা ও জয় ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান উঠানামায় বিঘ্ন দীর্ঘ এক দশক পরে জনপ্রিয় “আমার দেশ” প্রকাশিত জার্মানিতে ক্রিসমাস মার্কেটের ভিড়ের মধ্যে গাড়ির ধাক্কায় নিহত ২ আহত অর্ধশতাধিক ধনবাড়ীতে মাশরুম চাষে আত্মকর্মসংস্থানের হাতছানি

টঙ্গিবাড়ি উপজেলার এসএসসি ৯৬ ব্যাচের ঈদ পূর্ণমিলনী

কামরুজ্জামান ভূঁইয়া ডালিম, টঙ্গী বাড়ি মুন্সিগঞ্জ
আপডেট : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

টঙ্গিবাড়ি উপজেলার ১২টি স্কুলের এসএসসি ৯৬ ব্যাচের ঈদ পূর্ণমিলনী।ব্যস্ত জীবনে স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা হওয়াটা আজকাল তেমন হয়েই ওঠে না। ঠিক সেই কথা মাথায় রেখে স্কুলের বন্ধুদের সঙ্গে যাতে একে অপরের দেখা হয়, ফেসবুকের মাধ্যমে সে সুযোগ সৃষ্টি করে দেন টঙ্গিবাড়ি উপজেলার এসএসসি-৯৬ ব্যাচের কয়েকজন বন্ধু। দীর্ঘদিন যোগাযোগ না থাকা বন্ধুরা একে অপরকে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। খোঁজ নেন পরিবার-পরিজনের। অনেকের চেহারা চেনা চেনা লাগলেও পরিচয় জেনেই নিশ্চিত হই তিনিই সেই স্কুল বন্ধু। এভাবে টঙ্গীবাড়ি উপজেলার ১২ টি স্কুলের ৯৬ ব্যাচের যেন এক মিলনমেলায় পরিণত হয়। যেখানে এই সাবেক শিক্ষার্থীরা শৈশবের উৎসবে মেতে ওঠেন।

এই দীর্ঘ ২৮ বছরে এসএসসি-৯৬ ব্যাচের শিক্ষার্থীদের বিভিন্নজন নানা পেশায় চলে গেছেন। এদের মধ্যে অনেকে ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, সামরিক ও বেসামরিক অফিসার, কেউবা আবার শিক্ষক কিংবা ব্যবসায়ী গৃহিণী ,কেউ বা আবার প্রবাসী। কিন্তু বন্ধুত্বের বন্ধনে একসঙ্গে রব চিরজীবনে এ শ্লোগানে সবাই যেন এ দিন একাকার হয়ে যান। পরিচয় সবার যেন একটা সেটা হলো আমরা স্কুল বন্ধু। উক্ত ঈদ পূর্ণমিলনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারোটি স্কুলের মধ্যে,

পুরা ডি সি উচ্চ বিদ্যালয়, বনারী বহুমুখী উচ্চ বিদ্যালয় ,ব্রাহ্মণভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, সোনরং বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়, স্বর্ণগ্রাম আরএন উচ্চ বিদ্যালয়, দিঘীরপাড় এ সি ইনস্টিটিউশন, আব্দুল্লাহপুর হাই স্কুল।, আউটশাই হাই স্কুল , বালিগাঁও হাই স্কুল, আড়িয়াল হাই স্কুল ,পাইকপাড়া হাই স্কুল,আব্দুল্লাহপুর হাই স্কুল। উক্ত উপজেলা ৯৬ ব্যাচের সকল বন্ধু মহল কি ভাবে বড় ধরনের অনুষ্ঠান করে একত্রিত হওয়া যায় সেই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন। এবং একে একে প্রত্যেক স্কুলের বন্ধুরা বক্তব্য দেন। পরে এক মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয় ।

bdnewseu/14April/ZI/Tongibari


আরো বিভন্ন ধরণের নিউজ