• বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে সাম্প্রতিক পাক-ভারত সংঘাতে সামরিক কৌশলের বৈশ্বিক স্বীকৃতি পেল পাকিস্তান

অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতির হজ্জ গমণ উপলক্ষ্যে বিদায় সম্বর্ধনা

Kabir Ahmed Diplomatic Correspondents, Vienna, Austria
আপডেট : রবিবার, ২ জুন, ২০২৪

অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতির হজ্জ গমণ উপলক্ষ্যে বিদায় সম্বর্ধনা।অস্ট্রিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের বর্তমান সভাপতি মোহাম্মদ আনিসু জ্জামান এবছর পবিত্র হজ্জ পালন করতে শীঘ্রই সৌদি আর বের উদ্দেশ্যে রওয়ানা করবেন। রবিবার (১ জুন) ভিয়েনার পাঁচ নাম্বার ডিস্ট্রিক্টের বাংলাদেশী মালিকা নাধীন পেরি পেরি চিকেন রেস্টুরেন্টে অস্ট্রিয়া বাংলা দেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইউরো বাংলা টাইমস ও গ্রিস থেকে প্রকাশিত বিডিনিউজ ইউরোপ এর এডিটর-ইন-চীফ বীরমুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান এই বিদায় সম্বর্ধনার আয়োজন করেন।

সভাপতির পবিত্র হজ্জ গমণ উপলক্ষ্যে আয়োজিত এই বিদায় সম্বর্ধনায় আরও উপস্থিত ছিলেন অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের সহ সভাপতি ও এন টিভি(NTV)ইউরোপের অস্ট্রিয়া প্রতিনিধি সোহেল চৌধুরী, সাধারণ সম্পাদক মীর সালাউদ্দিন তরুণ ও কোষাধক্ষ্য ও ইউরো বাংলা টাইমসের নির্বাহী সম্পাদক (আন্তর্জাতিক) কবির আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট বয়োজোষ্ঠ ব্যক্তিত্ব ও অস্ট্রিয়া কুমিল্লা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জসিম উদ্দিন সরকার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ফারজানা শাহাজাদা ( লাভলী ), রোখসানা রহমান ( শিউলী ) এবং মাজেদ চৌধুরী।অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আনিসুজ্জামান সস্ত্রীক কমিউনিটির হজ্জ কাফেলার সাথে আগামী ৬ জুন সৌদি আরবের উদ্দেশ্যে ভিয়েনা ত্যাগ করবেন বলে জানান গেছেন।

তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সকলের কাছে দোয়া চেয়েছেন।

বিদায়ী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে অতিথিদের মানচুস রেস্টুরেন্টের বিখ্যাত পেরি পেরি চিকেন দিয়ে মধ্যাহ্ন ভোজে আপ্যায়ন করা হয়েছে।

bdnewseu/2June/ZI/Vienna


আরো বিভন্ন ধরণের নিউজ