• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজার প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মাহবুব,সহ সভাপতি কামাল, সম্পাদক মমতাজ ধনবাড়ীতে ঐতিহ্যবাহী ষাঁড়ের মই দৌড় দেখতে হাজির হাজারো মানুষ ধনবাড়ীতে নানা আয়োজনেরমধ্য দিয়ে কৃষক দলের সাধারণ সভা অনুষ্ঠিত ভোলায় র‍্যাবের অভিযানে ১২ মামলার আসামি আটক ১ যুক্তরাজ্যের দ্য ইকোনমিস্টের চোখে এবছর বিশ্বে ‘বর্ষসেরা দেশ’ বাংলাদেশ হাসিনা ও জয় ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান উঠানামায় বিঘ্ন দীর্ঘ এক দশক পরে জনপ্রিয় “আমার দেশ” প্রকাশিত জার্মানিতে ক্রিসমাস মার্কেটের ভিড়ের মধ্যে গাড়ির ধাক্কায় নিহত ২ আহত অর্ধশতাধিক ধনবাড়ীতে মাশরুম চাষে আত্মকর্মসংস্থানের হাতছানি

শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুরের প্রবাসীদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

Polash Ahmed, Scotland
আপডেট : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

শরীয়তপুর ২ আসনের সাবেক এমপি শফিকুর রহমান কিরণের পক্ষ থেকে শরীয়তপুর প্রবাসীদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। যারা বিগত ১৫ বছর স্বৈরাচার এবং ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে প্রবাসে থেকেও যেসব নেতাকর্মীরা সোচ্চার ভূমিকা রেখে ছিলেন, তাঁদেরকে বাংলাদেশের আঞ্চলিক রাজনীতি তে সক্রিয় করার যুগান্তকারী সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন- শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আল হাজ্ব শফিকুর রহমান কিরণ ।এই উদ্যোগ ইতি মধ্যেই দেশে ও প্রবাসে ব্যাপক ভাবে প্রশংসিত হচ্ছে শরীয়ত  পুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান কিরণ গত সেপ্টেম্বরে সাংগঠনিক সফরে যুক্তরাজ্যে অবস্থান কালে যুক্ত রাজ্যে বসবাসরত শরীয়তপুর জেলা জাতীয়তা বাদী ফোরাম যুক্তরাজ্য শাখা কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে যুগান্ত কারী সাংগঠনিক সিদ্ধান্তটি তিনি প্রকাশ করেছেন।

আলোচনা সভায় তিনি বিশেষ গুরুত্বের সহিত উল্লেখ করে বলেন আপনারা যারা দীর্ঘদিন বিদেশে অবস্থান করছেন আমার জানামতে অনেকেই ইউরোপের বিভিন্ন দেশে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে আপনারা অবদান রেখে চলেছেন ।আপনাদের সেই অভিজ্ঞতার আলোকে বিএনপি জনবান্ধব দল হিসেবে জন কল্যাণে স্থায়ী কেটসই উন্নয়ন ও নাগরিক বান্ধব রাষ্ট্র ব‍্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আপনাদের মতামত সাংগঠনিকভাবে গুরুত্বের সহিত বিবেচনা করা হবে বলে আশ্বাস প্রদান করেন । বিগত দিনে প্রবাসে স্বৈরাচার ও ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিলেন তাদের সবাইকে দেশে সাংগঠনিক ভাবে যথাযথ মূল্যায়ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারই ধারাবাহিকতায় শরীয়তপুর জেলার অন্তর্গত নড়িয়া উপজেলা বিএনপির নব গঠিত কমিটির উপদেষ্টা পরিষদে যাদের অন্তর্ভুক্ত করেছেন তারা হলেন:

সেলিম মৃধা (সাবেক সহ-সভাপতি,নডিয়া উপজেলা বিএনপি।) ঢালী নাসির উদ্দিন (সাধারন সম্পাদক ইতালি ,বিএনপি।) ওমর ফারুক মৃধা (প্রতিষ্ঠাতা সভাপতি ঘড়িসার ইউনিয়ন ছাত্রদল।) জসিম শিকদার (সভাপতি, বার্লিন বিএনপি,জার্মান।) জি এস বাবুল বেপারী(সাধারণ সম্পাদক,বার্লিন বিএনপি জার্মান ।) রিপন পেদা (সদস‍্য জার্মান বিএনপি।) আক্তার হোসেন চঞ্চল (সভাপতি ইউ ক্রেন,বিএনপি।)শফিকুল ইসলাম তুহিন (সহ-সভাপতি ইতালি বিএনপি, সভাপতি শরীয়তপুর জেলা জাতীয়তা বাদী ফোরাম বিএনপি ইউকে যুক্তরাজ্য।হাজী মনির বেপারী (,সিঃ সহ-সভাপতি বলজানো বিএনপি,ইতালি।
শহিদুল ইসলাম পরাগ (সিঃসহ- সভাপতি বার্লিন বিএনপি জার্মান ।) ফাইটু মাঝি(যুক্তরাজ্য,সাবেক ছাত্রদল নেতা,
নড়িয়া পৌরসভা ।)মামুন সিকদার(যুক্তরাজ্য, সাবেক ছাত্রদল নেতা ,নড়িয়া পৌরসভা।আবু কালাম ফরাজী
(সভাপতি জেনোভা বিএনপি,ইতালি।) মুকুল সরদার (সিঃ সহ সভাপতি, জেনোভা বিএনপি,ইতালি)সুজন ঢালী (যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল,ইতালি উত্তর ,ইতালি।) বিল্লাল ঢালী (কোষাধ্যক্ষ ভেনিস বিএনপি , ইতালি।)জামাল কবির(সভাপতি,ভোরগামো বিএনপি, ইতালি।)রহমান ছৈয়াল (সিঃ সহ সভাপতি,দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কমিটি, কেন্দ্রীয় কমিটি,ইতালি ।)ঝন্টু খান (সাবেক ছাত্রনেতা নড়িয়া সরকারি কলেজ,ইতালি।)

ইতিমধ্যে ইউনিয়ন কমিটিতে অন্তর্ভুক্তির জন্য নামের তালিকা সংগ্রহ চলছে ।পরবর্তীতে যুবদল ও সেচ্ছাসেবক দলের ক্ষেত্রেও এই প্রক্রিয়া বিদ্যমান থাকবে বলে জানি য়েছেন জেলা সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান কিরন। এই দূরদর্শী সিদ্ধান্তের ফলে আঞ্চলিক রাজনী তিতে দেশে ও প্রবাসের জাতীয়তাবাদী রাজনৈতিক সমন্বয়ের মেলবন্ধন সৃষ্টি হচ্ছে।এতেকরে দলের মধ্যে পূর্বের যে কোনো সময়ের চাইতে ঐক্যবদ্ধতা ও সক্রিয়তা ইতিমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে।
bdnewseu/27october/ZI/Scotland


আরো বিভন্ন ধরণের নিউজ