• বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে সাম্প্রতিক পাক-ভারত সংঘাতে সামরিক কৌশলের বৈশ্বিক স্বীকৃতি পেল পাকিস্তান

ইতালিতে মহিলা ঐক্য পরিষদ ভেনিস এর বসন্ত উৎসব অনুষ্ঠিত

মুহাম্মদ উল্লাহ সোহেল , ইতালি
আপডেট : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

ইতালিতে মহিলা ঐক্য পরিষদ ভেনিস এর বসন্ত উৎসব অনু ষ্ঠিত।ফুল ফুটুক আর নাহি ফুটুক আজ বসন্ত। আহা আজি এ বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে এত পাখি গায় আহা আজি এ বসন্তে। ইতালির ভেনিসে মহিলা ঐক্য পরিষদ ভেনিস এর আয়োজনে ভেনিস বাংলা স্কুল এর সার্বিক সহযোগিতায় এবং মোহাম্মাদ উল্লাহ্ সোহেল ও দিলরুবা জামান এর প্রাণবন্ত উপস্থাপনায় শনিবার স্থানীয় একটি অডিটোরিয়ামে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আগত অতিথিরা বসন্তের সাজে সেজে অনুষ্ঠানকে বসন্তের চিরাইত রূপ দেন। এবং ৩২টি পরিবার হরেক রকমের পিঠাপুলি ও বিভিন্ন খাবার তৈরি করে নিয়ে এসে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখেন ।আগত অতিথিদের মাঝে সুশৃংখলভাবে প্রথমে বাচ্চাদেরকে পরবর্তীতে মহিলাদেরকে এবং অবশেষে পুরুষদের মাঝে পরিবেশন করেন।তবে সুরেলা কন্ঠে স্ট্রেজ মাতিয়ে রাখেন তিশা সুলতানা, রিয়াজ হোসেন, আশিক পলস, সাকিবা লিটন ।

যারা পিঠাপুলি তৈরি করে নিয়ে এসেছেন তাদের উৎসাহিত করার লক্ষ্যে ভেনিস বাংলা স্কুল তিনটি পুরস্কার প্রদান করেন এবং মহিলা ঐক্য পরিষদ ভেনিস তিনটি পুরস্কার প্রদান করেন।লটারি মাধ্যমে প্রথম, দ্বিতীয় তৃতীয় স্থান নির্ধারণ করা হয়।বাংলা স্কুলের পুরস্কার গুলোর মধ্যে প্রথম পুরস্কার যে ভাগ্যবতী পেয়েছেন পপি, দ্বিতীয় দিলরুবা জামান, তৃতীয় লাভলী, এবং মহিল ঐক্য পরিষদ ভেনিসের পুরস্কার গুলোর মধ্যে প্রথম ভাগ্যবতী পেয়েছেন, কনা, দ্বিতীয় নাজমা নাসির, তৃতীয় জোবায়দা।

মহিলা ঐক্য পরিষদ ভেনিস এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দিলরুবা জামান, সুরাইয়া আক্তার, কুলসুম।আগত ব্যক্তিগণ বলেন এ ধরনের আয়োজন আমাদের প্রতিবছর করার প্রয়োজন তাহলে বাংলার কৃষ্টি কালচার আমাদের নতুন প্রজন্মের বাচ্চারা ধারণ করতে পারবে।

Economist/16February/ZI/Italy


আরো বিভন্ন ধরণের নিউজ