শান্তিগঞ্জ উপজেলা সমাজ কল্যাণ সংগঠন ইন গ্রিসের উদ্যোগে এথেন্সের স্থানীয় এক রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান। উক্ত সংগঠনের সভাপতি ডালিম আহমদের সভাপ তিত্বে সাধারণ সম্পাদক আল আমিনের পরিচালনায় ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন মিজানুর রহমান।আল আমিনের উপস্থাপ নায় অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দদের পরিচয় করিয়ে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিস বিএনপির প্রধান আহবায়ক ফারুক মিয়া। তিনি তাঁর বক্তব্যে শান্তিগঞ্জ উপজেলার মানুষের শান্তি শৃঙ্খলার মাধ্যমে দেশে বিদেশে বসবাস করায় সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।এছাড়াও শান্তিগঞ্জ উপজেলা সমাজ কল্যাণ সংগঠনের নতুন নেতৃত্বের প্রতি আস্থা রাখতে সকলকে আহবান জানিয়েছেন। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা সমাজ কল্যাণ সংগঠনের সিনিয়র সহ সভাপতি লাল মিয়া তালুকদার, সহ সভাপতি আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমেদ ফয়সাল, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম জুয়েল, সহ নবগঠিত উক্ত সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আব্দুল করিম সাবেক সহ সভাপতি বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস।সহ সভাপতি কবির আহমেদ, মশিউর রহমান সাধারণ সম্পাদক ও শেখ রামুন রানা যুগ্ম সাধারণ সম্পাদক এবং হুসেন মিয়া সাংগঠনিক সম্পাদক শাহজালাল বিভাগীয় ফেডারেশন ইন গ্রিস,
শফিক উদ্দিন সভাপতি ও আব্দুর রকিব দুদু মিয়া সাধারণ সম্পাদক এবং মহিম উদ্দিন সাবেক সভাপতি, এছাড়াও মাসুক মিয়া প্রধান উপদেষ্টা, শাহ কামাল উপদেষ্টা সুনামগঞ্জ জেলা ফেডারেশন ইন গ্রিস,
আরো উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার গ্রিস শাখার সভাপতি শেখ গোলাপ মিয়া, হবিগঞ্জ সদরের সভাপতি উরুশ আলী, বিশিষ্ট মুরব্বি আতাউর রহমান, বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন গ্রিস বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহান শাহ ও সাইফুল হক মানিক সহ আরো অনেকে।
শেষে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।সভাপতির সমাপনী বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Economist/12April/ZI/Athens