• বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে সাম্প্রতিক পাক-ভারত সংঘাতে সামরিক কৌশলের বৈশ্বিক স্বীকৃতি পেল পাকিস্তান

ইউরোপে প্রবাসী সন্তানের ইসলামি পথনির্দেশনায় নতুন দিগন্ত

ইয়াছের আরাফাত খোকন, (ফ্রান্স) প্যারিস
আপডেট : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

প্যারিস: ফ্রান্সে মাওলানা বদরুল বিন হারুনের নতুন বইয়ের মোড়ক উন্মোচন: ইউরোপে প্রবাসী সন্তানের ইসলামি পথনির্দেশনায় নতুন দিগন্ত।ইসলামিক শিক্ষার আলোকে সন্তান প্রতিপালনের বিশদ নির্দেশনা নিয়ে রচিত মাওলানা বদরুল বিন হারুনের ষষ্ঠ গ্রন্থ “কীভাবে গড়বেন নেক সন্তান”-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসে।এমসি ইনস্টিটিউট, ফ্রান্স-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক, শিল্পী ও ইসলামিক স্কলারগণ অংশ নেন। আলোচকরা বইটিকে ইউরোপে বেড়ে উঠা প্রবাসী মুসলিম সন্তানের ইসলামি জীবনাচারে অভ্যস্ত হয়ে উঠার জন্য একটি যুগোপযোগী সহায়ক হিসেবে অভিহিত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমসি ইনস্টিটিউটের প্রধান উপদেষ্টা শরীফ আল মুমিন এবং সঞ্চালনায় ছিলেন ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ) এর যুগ্ম-সমন্বয়ক ও সিনিয়র সাংবাদিক মুহাম্মদ কামারু জ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে সরবোন বিশ্ববিদ্যালয়ের অব সরপ্রাপ্ত অধ্যাপিকা হুরায়রা কাওয়ারি বলেন, “বইটি শুধু প্রবাসী পরিবারগুলোর জন্য নয়, বরং বিশ্বের সকল অভিভাবকদের জন্য এক অনন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।বিশেষ অতিথির বক্তব্য রাখেন এফবিজেএ-এর সমন্বয়ক মোঃ মাহবুব হোসাইন, ইসলামিক চিন্তাবিদ মাওলানা নাজির আহমেদ, অধ্যাপিকা নাজিয়া বিনতে মুসি এবং অধ্যাপিকা নাজনীন বেগম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ জুবায়ের আহমেদ। স্বাগত বক্তব্য দেন এমসি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান ইমন।মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা সোয়াহেল আহমেদ সোহেল। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন তরুণ সমাজকর্মী মনোয়ার হোসাইন।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এমসি ইনস্টিটিউটের কোষাধ্যক্ষ মোঃ লুৎফর রহমান, সদস্য আব্দুস সালাম মামুন, কবি আব্দুল আজিজ সেলিম, চিত্রশিল্পী জয়নুল আবেদিন, আব্দুল মোত্তালেব, জহির উদ্দিন, ফারুক শোয়েব, হাফিজ মাওলানা মঈন উদ্দিন, আলী হোসেন, তারেক রহমান, হাবিবুর রহমান, মিসবাহ উদ্দিন এবং বনাই মিয়া।

উল্লেখ্য, লেখক মাওলানা বদরুল বিন হারুন পূর্বে “প্রাচ্যবিদদের ইসলাম চর্চা ও বিকৃতির অপপ্রয়াস” “তিন ভাষায় কথোপকথন”, “আসল ঠিকানার সন্ধানে”, ও “কুরআন বুঝার অনন্য কৌশল” সহ একাধিক গ্রন্থ রচনা করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী প্রাক্তন শিক্ষার্থী এবং লিবিয়ার কর্নেল গাদ্দাফি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রিধারী একজন ইসলামী চিন্তাবিদ ও ফরাসি শিক্ষা ব্যবস্থায় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক।

Economist/13April/ZI/Paris


আরো বিভন্ন ধরণের নিউজ