• বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে সাম্প্রতিক পাক-ভারত সংঘাতে সামরিক কৌশলের বৈশ্বিক স্বীকৃতি পেল পাকিস্তান

ইতালির ভেনিসে তিন দিন ব্যাপী ভ্রাম্যমান কনস্যুলার সেবা প্রদান সম্পন্ন

মুহাম্মদ উল্লাহ সোহেল, (, ইতালি) ভেনিস
আপডেট : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

ইতালির ভেনিসে তিন দিন ব্যাপী ভ্রাম্যমান কনস্যুলার সেবা প্রদান সম্পন্ন।বাংলাদেশ কনস্যুলেট অফিস মিলানের আয়োজনে ধারাবাহিক ভ্রাম্যমান কনস্যুলার সার্ভিস ইতালির ভেনিসে তিন দিনব্যাপী সেবা প্রধান করা হয়েছে। বাংলাদেশ কমিউনিটি ভেনিসের সার্বিক সহযোগিতায় স্থানীয় একটি হলরুমে এ সেবা প্রদান করা হয়। তিন দিনে প্রায় দুই হাজার প্রবাসী বাংলাদে শীদের কে সেবা প্রদান করেন।বাংলাদেশ কনস্যুলেট অফিস মিলান এর দূতাবাস প্রধান ও কনসাল এ এস এম তাজ-উল-ইসলাম বলেন আমরা প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া লক্ষে কাজ করছি, আমাদের প্রত্যাশিত সংখ্যার চেয়ে বিপুল সংখ্যক মানুষ এখানে স্বতঃস্ফূর্তভাবে আসে এবং তাদেরকে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি সেবা দিতে। তিন দিন একসাথে ছুটি হওয়াতে এখানে অনেক বেশি মানুষ উপস্থিত হয়েছেন।

সেবা গ্রহীতারা বলেন প্রতিটি শহরে যদি ভ্রাম্যমান সেবা চালু থাকে তাহলে প্রবাসীরাদের সময়, অর্থ এবং হয়রানি থেকে বেঁচে যাবেন এবং দূতাবাসেও চাপ কমে যাবে।
কনস্যুলেট সেবা নিতে বিভিন্ন প্রভিন্স থেকে ভেনিসে ছুটে আসেন অসংখ্য প্রবাসী বাংলাদেশী।

হল রুমের ধারণ ক্ষমতা সীমিত থাকায় এবং অতিরিক্ত কাজের চাপ থাকায় সেবা গ্রহণকারীদের মধ্যে বাগবিতন্ত্র সৃষ্টি হয়। তার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

নতুন পাসপোর্ট আবেদন, পাসপোর্ট নবায়ন, সার্টিফিকেট প্রধান সহ যাবতীয়ন কনস্যুলেট সেবা প্রধান করেন।
ভেনিসে সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দগণ মিলান দূতাবাসের পুরো টিমকে ধন্যবাদ জ্ঞাপন করেন।তবে দূতাবাস কর্মকর্তারা সর্বোচ্চ চেষ্টা করেন সেবা প্রদান করার জন্য।

Economist/22April/ZI/Vennis


আরো বিভন্ন ধরণের নিউজ