• শুক্রবার, ২৩ মে ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী জীবন রক্ষার্থে কতিপয় ব্যক্তিবর্গ কে মানবিক আশ্রয় দেওয়া হয়েছিল: আইএসপিআর সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে

বার্সেলোনায় করোনা কালীন সময়ে ও বাংলাদেশ দূতাবাসের সেবা প্রদান

ইসমাইল হোসাইন রায়হান স্পেন
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২০

বার্সেলোনায় করোনা কালীন সময়ে ও বাংলাদেশ দূতাবাসের সেবা প্রদান

বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ স্পেনের মান্যবর রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার (বিপিএম, পিপিএম, এনডিসি)র নির্দেশনায় প্রবাসী বাংলাদেশীদের দ্রুত সময়ের ভিতর মানুষের দ্বারপ্রান্তে গিয়ে সব ধরনের সেবা প্রদানের লক্ষ্যে রাজধানী মাদ্রিদ থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরত্বে অবস্থিত বার্সেলোনায় যায় দূতাবাসের সদস্যরা।

বাংলাদেশী অধ্যুষিত এই বার্সেলোনায় প্রায় ১৫ হাজার বাংলাদেশীর বসবাস।প্রবাসীদের কষ্টার্জিত অর্থ এবং গুরুত্বপূর্ণ সময় বাঁচাতেই রাষ্ট্রদূতের এই ভ্রাম্যমান কনস্যুলার সেবা।

২১ এবং ২২ নভেম্বর Whatsapp এ appointment এর ভিত্তিতে এই সেবা প্রদান করা হয় Avda. Josep Tarradellas, 134 Bajos, 08029 Barcelona তে পাসপোর্ট বিতরন,পুলিশ ক্লিয়ারেন্স আবেদন সত্যায়ন,বিভিন্ন সনদের আবেদন গ্রহন,রি-ইস্যুর আবেদন গ্রহন,বাচ্চাদের নতুন পাসপোর্টের আবেদন গ্রহন,বিভিন্ন ডকুমেন্ট সত্যায়ন সেবা প্রদান করা হয়।

দূতাবাসের দূতালয় প্রধান হারুন আল রশীদের নেতৃত্বে প্রশাসনিক কর্মকর্তা (হিসাব) মো:জাহাঙ্গীর আলম, ব্যক্তিগত কর্মকর্তা জনাব রেজাশাহ পাহলভী, প্রশাসনিক কর্মকর্তা মো:সাইফুল ইসলাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (শ্রম উইং) জনাব মো:শফিকুল ইসলাম এবং অর্নব হোসেন সুমন এই কনস্যুলার সেবা পরিচালনা করেন।

বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ,স্পেনের মান্যবর রাষ্ট্রদূত জনাব হাসান মাহমুদ খন্দকার (বিপিএম, পিপিএম, এনডিসি) বলেন,প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ দেশে প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক চাকা গতিশীল করছে। করোনার মহামারীর মধ্যে ও চলতি মাসের মাত্র ১২দিনেই বিভিন্ন দেশ থেকে১০৬ কোটি ৬লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।প্রবাসীদের কষ্ট,অর্থ এবং সময় বাঁচানোর লক্ষ্যেই আমরা এই সেবাটি প্রদান করে আসছি।প্রবাসীদের দ্রুত সেবা দেয়াই আমাদের মূল লক্ষ্য

স্বাস্থ্যবিধি মেনে এই দূতাবাস সেবা পেয়ে প্রবাসীরা রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বিডিনিউজ ইউরোপ/২২ শে নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ